স্বল্পমূল্যে স্টার সিনেপ্লেক্সে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। এ বছর উদযাপিত হচ্ছে বিজয়ের ৪৫ বর্ষপূর্তি।

যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন দেশ পাওয়া তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবারের বিজয় দিবস উপলক্ষে স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। আগামীকাল শুক্রবার ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনীতে থাকছে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বেশ কিছু চলচ্চিত্র। যার মধ্যে উল্লেখযোগ্য ‘অনিল বাগচীর একদিন’, ‘মেঘমল্লার’, ‘একাত্তরের মা জননী’, ‘লাল সবুজের সুর’।

প্রদর্শিত ছবিগুলোর জন্য টিকিটের হার নির্ধারণ করা হয়েছে যে কোনো শোয়ের জন্য ২০০ টাকা। স্টার সিনেপ্লেক্সের নিয়মিত শো টাইমে ছবিগুলো প্রদর্শিত হবে।



মন্তব্য চালু নেই