স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় ছাত্র ইউনিয়ন-ছাত্র ফ্রন্ট

প্রকাশক ফয়সল আরেফিন দীপনসহ সাম্প্রদায়িক হামলায় নিহত সব হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার। তিনি বলেন, ঘাতকরা একের পর এক ঘোষণা দিয়েই হত্যা করছে, কিন্তু সরকার এদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ইতোমধ্যে ২ বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলের প্রস্তুতিতে হামলার মতো ঘটনাও ঘটেছে। সরকার তারও কোনো কূলকিনারা করতে পারেনি। বরং সরকারের দায়িত্বশীলদের মুখ থেকে এসব বিষয়ে হালকা মন্তব্য জনগণকে হতাশ করেছে। সরকারের ভূমিকা তাই প্রশ্নবিদ্ধ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যকারীদের ধরতে সরকারের সময় লাগে না, আইসিটি আইনে ব্লগারদের ধরার ব্যাপারে সরকার সিদ্ধহস্ত। অথচ একের পর এক ইমেইল-ফেসবুকে হুমকি দেয়ার মাধ্যমে মুক্তচিন্তার মানুষদের হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার তাদের চিহ্ণিত করতে পারছে না। এই দায়ে সরকারের এক মুহূর্তও দায়িত্বে থাকার সুযোগ নেই। আমরা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

সংবাদ সম্মেলন থেকে আগামীকাল গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন জানানোর ঘোষণা দেয়া হয়।



মন্তব্য চালু নেই