স্বপ্ন দেখো, স্বপ্ন নিয়ে বাঁচো; বিরাট কোহলির বার্তা

মাঠে পারফরম্যান্স যেমন চমকপ্রদ, মাঠের বাইরেও তেমনই নজর কেড়ে নিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে চড়চড় করে বাড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালু।

স্পোর্টস মার্কেটিং এগজিকিউটিভরা বলছেন, ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিরাটের ব্র্যান্ড ভ্যালু ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। পার্পল প্যাচ বজায় থাকলে ব্র্যান্ড ভ্যালুও বাড়বে।

তবে তার আগেই অ্যাথলিটদের পাশে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক কোহলি। অ্যাথলিটদের উদ্দেশে তাঁর বার্তা, তোমরা যদি বিশ্বাস রাখো, তাহলে যে কোনও সাফল্য অর্জন করতে পারো। আমি এই স্লোগান নিয়েই বাঁচি।

এর ফলে সাফল্যের কোনও সীমা থাকে না। তোমাদের সঙ্গেও সেটাই হতে পারে। তোমরা যদি নিজেদের বোঝাতে পারো, তাহলে যে কোনও সাফল্য অর্জন করতে পারো।

ভারতের অন্যতম সেরা দুই মহিলা কুস্তিগীর ববিতা ও গীতা ফোগতেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, এই দুই বোনের জন্য সারা দেশ গর্বিত।



মন্তব্য চালু নেই