৩০ হাজার টাকা জরিমানা

স্বপ্নেও ভেজাল

অভিজাত শ্রেণীর ক্রেতাদের ভিড় লেগেই থাকে সুপার শপ ‘স্বপ্ন’-এ। থাকবেই বা না কেন, তারা যে দিচ্ছে নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা। তবে সিলেট নগরীতে ভেজালবিরোধী অভিযান চালানোর সময় ধরা পড়লো স্বপ্নের প্রতারণা।

নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ স্বপ্ন সুপার শপে যান ভ্রাম্যমাণ আদালত। সেখানে আদালত দেখতে পান বিদেশ থেকে আমদানিকৃত বলে বিক্রি করা হচ্ছে খেজুরের প্যাকট। কিন্তু সেই প্যাকেটে আমদানিকারকের কোনো ঠিকানা নেই। তাই ক্রেতাদের ঠকানোর অভিযোগে ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে খেজুরে ভেজালের কারণে স্বপ্নসহ আরো ৫টি দোকান থেকে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন এডিসি (শিক্ষা) মনিরুল ইসলাম। পরে দোকানগুলো থেকে জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেগুলো হলো- নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ চেইন শপ ‘স্বপ্ন’ ৩০ হাজার টাকা, বন্দরবাজারের মনির অ্যান্ড সন্স ৫ হাজার টাকা, ফ্রেন্স স্টোর ৩ হাজার টাকা, কাদের ফল ভাণ্ডার ৫ হাজার টাকা, আক্তার স্টোর ৩ হাজার টাকা, আম্বরখানার আনোয়ারের মাংসের দোকান ১ হাজার টাকা।



মন্তব্য চালু নেই