স্থানীয় সরকার পৌরসভা বিল সংসদে পাস

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল- ২০১৫ পাস হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিদ্যমান আইনের দফা ৬১এর পর ৬১ক দফা সন্নিবেশ করা হয়েছে। নতুন দফায় বলা হয়, রাজনৈতিক দল অর্থ গণপ্রনিধিত্ব আদেশ এ সংজ্ঞায়িত নিবন্ধিত রাজনৈতিক দল।

এ বিলে নতুন ৫৫ক দফা সন্নিবেশ করা হয়। নতুন দফায় বলা হয়, স্বতন্ত্র প্রার্থী অর্থ এরূপ কোন প্রার্থী যিনি রাজনৈতিক দল থেকে মনোনয়নপ্রাপ্ত নন।

বিলে বিদ্যমান আইনের ২০ ধারার পর ২০ ক ধারা সন্নিবেশ করা হয়। নতুন ধারায় বলা হয়, মেয়র পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য কোন ব্যক্তিকে কোন রাজনৈতিক দল থেকে মনোনীত বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। এছাড়া বিদ্যমান আইনের ২১ ধারার সংশোধন করা হয়।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, পীর ফজলুর রহমান, স্বতন্ত্র সদস্য হাজী মোঃ সেলিম, রুস্তম আলী ফরাজী, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদসা, মোস্তফা লুৎফুল্লাহ বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।



মন্তব্য চালু নেই