স্ত্রীকেই পুরস্কার উৎসর্গ করলেন মুশফিক

বিয়ের পর এই প্রথম কোন টুর্নামেন্টে সিরিজ সেরার পুরস্কারে ভূষিত হলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তাই স্ত্রীর উদ্দেশ্যেই উৎসর্গ করে দিলেন তিনি।

জান্নাতুল কিফায়াতের সঙ্গে মুশফিকুর রহিমের জীবনের দ্বিতীয় ইনিংস আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২৫ সেপ্টেম্বর। এরপর সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৩-০ সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে হলেন সিরিজ সেরা। বোঝা যাচ্ছে স্ত্রী ভাগ্য দারুণ। আর মুশফিকও পিছিয়ে থাকবেন কেন! সিরিজ সেরার এই পুরস্কারটা তাই থাকল স্ত্রীর নামেই।

ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে রান ২১৩ করা মুশফিক আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিয়ের পর এটা প্রথম সিরিজ-সেরা পুরস্কার। এ জন্য এখন বেশি খুশি লাগছে। সিরিজ সেরার পুরস্কারটা বউকে উৎসর্গ করছি।’

সাফল্যের ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ দলের উইকেটরক্ষক বলেন, ‘অধিনায়ক থাকা অবস্থায়ও সিরিজ–সেরা হয়েছিলাম। অধিনায়ক থাকা বা না-থাকা এখানে গুরুত্বপূর্ণ কিছু নয়। একজন সিনিয়র ক্রিকেটারের অনেক দায়িত্ব থাকে। যেহেতু ফর্মে ছিলাম, ফলে আমার দায়িত্ব ছিল দল যখন খারাপ করবে, তখনই ভালো করা। সেটা করতে পেরে ভালো লাগছে।’



মন্তব্য চালু নেই