‘স্টোরিজ’ ফিচার উন্মুক্ত করল ফেসবুক

আনুষ্ঠানিকভাবে স্ন্যাপচ্যাটের আদলে তৈরি ‘স্টোরিজ’ ফিচার চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় দুই মাস পরীক্ষা শেষে মঙ্গলবার (২৮মার্চ) বিশ্বব্যাপী এই ফিচারটি উন্মুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে নতুন এই ফিচারের মাধ্যমে প্রতিদিন বিশ্বের প্রায় ১ দশমিক ৬৫ বিলিয়ন মানুষ ফেসবুকে তাদের ছবি এবং ভিডিও শেয়ার করবেন। ইতোপূর্বে জানুয়ারি মাসের শেষ দিকে শুধুমাত্র আয়ারল্যান্ডে এই ফিচারটি উন্মুক্ত করা হয়।

জানা গেছে নতুন এই ফিচারের সাহায্যে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি তাতে বিভিন্ন কমেন্ট বা ছবি যুক্ত করে পাঠানো যাবে। চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবি যুক্ত করার পাশাপাশি সেগুলোতে নকশাও করা যাবে। তবে বিনিময় করা ছবি ও ভিডিও ২৪ ঘণ্টা পরই আপনাআপনি মুছে যাবে।

এছাড়া ফেসবুক ‘ক্যামেরা’ ও ‘ডিরেক্ট’ নামে দুটি ফিচারও চালু করেছে। এগুলোর মাধ্যমে ডিভাইসে থাকা ছবি বা ভিডিওতে বিভিন্ন মাস্ক ব্যবহারের পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানো যাবে। ফেসবুকের হালনাগাদ অ্যাপ ব্যবহার করে এসব সুবিধা পাওয়া যাবে। সূত্র : দ্যা ভার্জ



মন্তব্য চালু নেই