স্কটল্যান্ডে চলছে গণভোট

স্কটল্যান্ডে চলছে গণভোট। স্কটিশদের এই ভোটেই নির্ধারিত হবে স্কটল্যান্ডের ভবিষ্যত। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এই ভোট দান। রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

মোট ভোটারের প্রায় ৯৭ শতাংশ এই ভোটে অংশ নিতে নিবন্ধন করেছে। স্থানীয় নির্বাচন কমিশন জানিয়েছে, মোটা ভোটারের সংখ্যা ৪২ লাখ ৮৫ হাজার ৩২৩ জন। পূর্বে আর কোনও নির্বাচনে এত অধিক সংখ্যক ভোটার নিবন্ধন করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, প্রায় ৯০ শতাংশ ভোটার ভোট দিবেন।

এই ভোটে কোনও দল বা ব্যক্তি নয় ‘হ্যা বা না‘ এর ঘরে ভোট দিতে হবে। হ্যা হলে স্কটল্যান্ডের স্বাধীনতা, না হলে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন। মোট ২হাজার ৬০৮টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ হবে। শুক্রবার সকাল নাগাদ ভোটের ফল ঘোষণার কথা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ৩২টি প্রশাসনিক ভবনে এই ভোট গণনার কাজ চলবে। এর মধ্যে ডাকযোগে আসা ৭ লাখ ৮৯ হাজার ২৪টি ভোটও যোগ করা হবে। স্কটল্যান্ডের ইতিহাসে এই প্রথমবারের মতো এত সংখ্যক ডাকযোগে ভোট এসেছে।



মন্তব্য চালু নেই