স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার স্যালমন্ডের পদত্যাগ

স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড পদত্যাগ করেছেন। শুক্রবার গণভোটের ফলাফল প্রকাশের পর তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোটের আয়োজন করা হয়। শুক্রবার ফলাফল গণণা শেষে দেখা যায়, গণভোটে স্কটল্যান্ডের ৫৫ ভাগ মানুষ যুক্তরাজ্যের সঙ্গেই থাকার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ৪৫ শতাংশ ভোট দিয়েছেন স্বাধীনতার পক্ষে।

ফলে অ্যালেক্স স্যালমন্ডের স্বাধীন স্কটল্যান্ডের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। অবশ্য ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় সরকারের কাছে আরো অতিরিক্ত স্বশাসনের দাবি জানিয়েছিলেন তিনি।

ফার্স্ট মিনিস্টার হিসেবে পদত্যাগ করা ছাড়াও স্যালমন্ড স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির(এসএনপি) চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন। এসএনপিকে গত ২০ বছর ধরে নেতৃত্ব দেয়া এই স্কটিশ রাজনীবিদ অবশ্য স্বাধীন স্কটল্যান্ডের আশা ছাড়েননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য নেতৃত্ব দেয়ার সময় শেষ হয়ে এসছে। তবে স্কটল্যান্ডের জন্য তা শেষ হয়ে যায়নি, স্বপ্ন (স্বাধীন স্কটল্যান্ড) কখনো মরে না।’



মন্তব্য চালু নেই