জাতীয় ক্রিকেট দলের গর্ব সাতক্ষীরার কৃতি সন্তান

সৌম্য সরকারকে কলারোয়াবাসীর পক্ষ থেকে প্রাণঢালা উষ্ণ সম্বর্ধনা

বিশ্বকাপ ১৫ এর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার টাইগার খ্যাত সৌম্য সরকারকে সাতক্ষীরার মাটিতে পা রাখতেই প্রথমে কলারোয়া উপজেলাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে কলারোয়া পাইলট হাইস্কুল মার্কেট সংলগ্ন স্থানে কলারোয়া ক্রিকেট একাডেমী আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার।

তাৎক্ষনিকভাবে আয়োজিত সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড শেখ কামাল রেজা, সৌম্য সরকারের ক্রিকেট গুরু কাম কোচ মোঃ আলতাফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্ল, সহ-সভাপতি অধ্যাপক কে,এম, আনিছুর রহমান, জুলফিকার আলী, এমএ সাজেদ, ফিরোজ জোয়ার্দ্দার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কপাই যুগ্ম সম্পাদক মাস্টার বদরুজ্জামান বিপ্লব, জি এম মাসউদ পারভেজ মিলন, মনিরুল আলম টিটু, আব্দুল ওহাব মামুন, কলারোয়া ক্রিকেট একাডেমীর পরিচালক নাজমুল হাসনাইন মিলন প্রমুখ। সমগ্র সম্বর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছে, সেখান থেকে মাইক্রোযোগে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে ঝিকরগাছায় সাবেক জাতীয় দলের ক্রিকেটার সৈয়দ রাসেলের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে সাতক্ষীরার মাটিতে কলারোতে প্রথম সম্বর্ধনা গ্রহণ করেন। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেট প্রেমী দর্শনার্থীর ভীড়ে যশোর-সাতক্ষীরা সড়ক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে আয়োজক কমিটি বাধ্য হন।

সৌম্য সরকার কলারোয়ার দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তিনি জানান, খুব শিঘ্রই তিনি কলারোয়াতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবেন এবং সে খেলা উপভোগের জন্য তিনি সকলকে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের পুত্র সৌম্য সরকার কলারোয়ার মাঠে গণমূখী সংঘ সাতক্ষীরার পক্ষে ৪র্থ বজলুর রহমান স্মৃতি টি/২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৪ তে খেলেছিলেন।



মন্তব্য চালু নেই