সৌদি আরবে তেল কোম্পানির আবাসনে আগুন, নিহত ২

সৌদি আরবে একটি তেল কোম্পানির কর্মকর্তা-শ্রমিকদের আবাসস্থলে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭০ জন। রোববার দেশটির তেলসমৃদ্ধ খোবার প্রদেশে এ ঘটনা ঘটে।

সৌদি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রোববার খোবার প্রদেশে দেশটির বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর কর্মকর্তা-শ্রমিকদের আবাসন ভবনের একটির নিচতলায় স্থানীয় সময় সকাল ৬ টা আগুনের সূত্রপাত হয়। আগুনে দুইজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যান্য সৌদি তেল কোম্পানির মতো আরামকোর অধিকাংশ কর্মকর্তা-শ্রমিকই বিদেশি।

মোহাম্মদ সিদ্দিক নামে কোম্পানির এক প্রকৌশলী ও প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় সকাল ৬ টার দিকে প্রথমে ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা শুরু করে।

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে কমপক্ষে ৩০টি অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার দেখেছি। ধোঁয়ার মাত্রা ছিল অনেক বেশি।’

স্বরাষ্ট্রমন্ত্রালয়ের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মহা পরিচালক জানিয়েছেন, হতাতরা বিভিন্ন দেশের নাগরিক। তবে তারা কোন কোন দেশের সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।



মন্তব্য চালু নেই