সৌদি আরবে জাতীয় পর্যায়ে উটের সুন্দরী প্রতিযোগিতা

সৌদি আরবে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে উটের সুন্দরী প্রতিযোগিতা হয়ে আসছে। এবার দেশটিতে জাতীয় পর্যায়ে উটের সুন্দরী প্রতিযোগিতায় আয়োজন করা হচ্ছে। মার্চ মাসে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার অংশ নেবে সৌদি আরব ও পাশ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর প্রায় ১৫ হাজারের বেশি উট।

এ বছর জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও খুব শিগগির এটিকে সমগ্র বিশ্বকেও যুক্ত করতে চায় সৌদি আরব। দেশটির ভিশন ২০৩০ এর অংশ হিসেবে সামনের প্রতিযোগিতাগুলোতে বিশ্বের অন্যান্য দেশও যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব।

এ বছর রিয়াদে আয়োজিত এ উৎসবে এরইমধ্যে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। উটগুলোকে নাম্বার দেয়া হবে ইলেক্ট্রনিক পদ্ধতিতে। উটগুলোকে মেডিক্যাল পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

মাসব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন হবে ১৯ মার্চ। বিজয়ীদের দেয়া হবে মিলিয়ন সৌদি রিয়াল, পদক। রবিবার আয়োজক কর্তৃপক্ষের মুখপাত্র তালাল বিন খালিদ-আল-তারিফাই বলেন, এবারের প্রতিযোগিতায় দর্শকরা ব্যতিক্রমী কিছু পাবেন। এটা বিশ্বমানের বিনোদনমূলক অনুষ্ঠান হবে।

এবার উটের সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করছে রিয়াদ ভিত্তিক কিং আব্দুলাজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভ। ১৯৭২ সালে একটি রাজকীয় আদেশে এটি প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সৌদি আরবসহ আরব ও মুসলিম বিশ্বের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন সৌদি বাদশাহ সালমান।

আরব নিউজ অবলম্বনে



মন্তব্য চালু নেই