সৌদির আদালতের রায়ে পাঁচ ভারতীয় শ্রমিককে জীবন্ত কবর

পাঁচ ভারতীয় শ্রমিককে অত্যাচারের পর জীবন্ত কবর দেয়ায় তিন সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদির একটি আদালত। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, ২০১০ সালে দেশটির আল কাতিফের সাফায় অবস্থিত একটি ফার্মে এ হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ফার্মটি অপর একজন সৌদি নাগরিক ভাড়া নেয়।

এ সময় ফার্মে একটি যন্ত্র স্থাপন করতে গেলে ওই শ্রমিকদের লাশের কঙ্কাল বেড়িয়ে পরলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করে।
এ ঘটনায় প্রাথমিকভাবে ২৫ জনকে আসামি করে তদন্ত শুরু করে সৌদি আরবের পুলিশ। পরে তা কমিয়ে আটজনে নামিয়ে আনা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদ- দেয় দেশটির আদালত।



মন্তব্য চালু নেই