সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মৃত্যুর গুজব, ‘বেঁচেই আছি’, টুইট করে জানালেন হনি সিংহ

দিলীপ মজুমদার (কলকাতা): একটা জাল ছবি ব্যবহার করে সোশ্যাল নেটওর্য়াকিং সাইটগুলিতে ছড়িয়ে দেওয়া হল গুজব। পথ দুর্ঘটনায় গুরুতর জখম ইয়ো ইয়ো হনি সিংহের হাসপাতালে মৃত্যু হয়েছে। শেষপর্যন্ত টুইট করে এই গুজব খারিজ করতে হল হনিকে। পঞ্জাবী এই জনপ্রিয় শিল্পী জানালেন, তিনি তো দিব্যি আছেন। তাঁর জখম হওয়া ও মৃত্যুর খবর পুরোটাই ভুয়ো। কিছু বদবুদ্ধিওয়ালা লোক এই গুজব ছড়িয়েছে।
হাসপাতালের বেডে গুরুতর জখম হয়ে হাসপাতলের বেড়ে শুয়ে আছেন। হনির এইরকম একটা ছবি পোস্ট করে গুজবের সূত্রপাত ঘটানো হয়। তারপর মিডিয়া মেসেঞ্জার অ্যাপসের মাধ্যমে গুজব রটিয়ে দেওয়া হয়, হনি সিংহ মারা গিয়েছেন। হনি সিংহ-ই প্রথম নন, এর আগে একাধিক সেলিব্রিটিদের নিয়ে এরকম গুজব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই