সোজা আঙুলে ঘি উঠবে না : মির্জা ফখরুল

সোজা আঙুলে ঘি উঠবে না, তাই আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে এক প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ফখরুল বলেন, ‘যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই, তাদের কাছে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘কেউ যাতে ভিন্নমত পোষণ করতে না পারে সে জন্যই জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এমন আরো অনেক কালো আইন প্রণয়ন করা হচ্ছে।’

সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের জনগণ নমরুদ, ফেরাউনের কাছে বন্দী। তবে আওয়ামী লীগকে এ সমাবেশের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা নতুন প্রজন্মকে ১৯৭৪ সালে যে গুম-খুন ঘটেছিল তা আবারো দেখিয়েছে। নতুন প্রজন্মতো এসব ঘটনা জানতো না।’

তিনি বলেন, ‘এ সরকার দুর্বল। তারা জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন নিপীড়নমূলক আইন প্রণয়ন করছে। জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিল না করা হলে গণঅসন্তোষের প্রকাশ ঘটবে।’



মন্তব্য চালু নেই