এলজিআরডি থেকে দফতরবিহীন মন্ত্রী

সৈয়দ আশরাফকে অব্যাহতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে তার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অতিরিক্ত হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আশরাফকে অব্যাহতি দিতে বলেছেন বলে কোনো সূত্রের নাম উল্লেখ না করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।

পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, এই বিষয়ক কোনো খবর তার কাছে নেই।

এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘বলার মতো কোনো খবর আমার কাছে নেই।’



মন্তব্য চালু নেই