সেলফি নয়, অটোগ্রাফেই অধিক অানন্দ

শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সেলফি তুলতে দমে কুলাচ্ছে না। মেলায় অাসলেই সেলফির কবলে পড়তে হচ্ছে। ভালোও লাগে। বিশেষ করে শিশু বন্ধুদের সঙ্গে ছবি তুলে বেশ অানন্দ পাচ্ছি। তবে সেলফিতে নয়, অধিক অানন্দ পাই বইয়ে অটোগ্রাফ দিতে। যেকোনো লেখকের বইয়ে অটোগ্রাফ নিতে শিশু-কিশোররা যখন পথ অাগলে ধরে, তখন মেলায় অাসার বিশেষ অানন্দ খুঁজে পাই।

বলছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে দেখা মেলে লেখকের। লেখককে পেয়েই ঘিরে ধরেন পাঠক-ভক্তরা। মেলায় এলে যে পরিস্থিতির শিকার হতে হয়, এদিনও তার ব্যতিক্রম ছিল না লেখকের। পালিয়েও যেন ভিড় অার ঠেলাঠেলি সামলে নিতে পারছিলেন না। যেখানেই যাচ্ছেন, সেখানেই সেলফির ফ্রেমে অাটকা পড়ছেন। তবুও বিরক্ত নন। ক্লান্তি নেই। ভালোবাসায় অার অাবেগের বন্ধনে জড়িয়ে ধরে পাঠকের ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি।



মন্তব্য চালু নেই