সেরাদের সেরা তালিকায় পাঁচে এখন টাইগার সাকিব

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান কখনো ওয়াডেতে, কখনো টি-২০তে, কখনো টেস্টে আবার কখনো বা তিন ফরমেটেই বিশ্বসেরা হয়েছেন। তবে এবার তিনি সেরা অল রাউন্ডারের তালিকায় পাঁচ নাম্বারে উঠে এসেছেন। তাই বলে সাকিব বিশ্বের পাঁচ নাম্বার অলরাউন্ডার ভেবে বসবেন না কিন্তু।

চলতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ২০০ ওয়ানডে উইকেটের মাইলফলক পার করেন সাকিব। সেই একই দলের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তিন রানের জন্য অর্ধশতক করতে পারেননি বটে, তামিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব তিন ফরমেটে পার করেছেন ৮০০০ রানের মাইলফলক। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংস মিলিয়ে তার মোট রান এখন ৮,০১৩ (২৩৫ ম্যাচ) । অন্যদিকে তামিমের রান ৮,৪২৭ (২৩০ ম্যাচ)।

বিশ্বক্রিকেটে অলরাউন্ডার হিসেবে আট হাজার রান ও তিনশ উইকেটের মাইলফলক পার করা ক্রিকেটারের সংখ্যা সাকিবসহ মোট পাঁচজন।

রান উইকেট
১। জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ২৫৫৩৪ – ৫৭৭
২। সনাৎ জয়সুরিয়া (শ্রীলংকা) – ২১০৩২ – ৪৪০
৩। শহিদ আফ্রিদি (পাকিস্তান) – ১০৯৪৫ – ৫২৫
৪। কপিল দেব (ভারত) – ৯০৩১ – ৬৮৭
৫। সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৮০১৩ – ৩৯২



মন্তব্য চালু নেই