কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সেমিফাইনালে উঠলো শার্শা এ্যাথলেটিকস ক্লাব

সাতক্ষীরার কলারোয়ায় ৪র্থ বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় শার্শা এ্যাথলেটিকস ক্লাব ১-০ গোলে তালা সেন্টমেরি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার বিকেলে কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত ওই খেলা প্রথমার্ধে গোলশুন্য থাকে। দ্বিতীয়ার্ধের ২০মিনিটে বিজয় সূচক একমাত্র গোলটি করেন বিজয়ী দলের অধিনায়ক সাইদুল। সেমিফাইনালে শার্শা মুখোমুখি হবে অপর সেমিফাইনালিস্ট মাধবকাটি পঞ্চগ্রাম যুব সংঘের। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন ও ৪র্থ রেফারী আলহাজ্ব আ.রহিম বাবু। খেলা উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সা.সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান বুলবুল, শিক্ষক নেতা আ.রউফ, প্রধান শিক্ষক আ.রব, আজহারুল ইসলাম, হরিসাধন ঘোষ, শিক্ষক-কল্যান সমিতির সা.সম্পাদক বদরুজ্জামান, কপাই সহ.সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদরুজ্জামান বিপ্লব, ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সমাজসেবক কাজী আ.ওহাব, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক জামিল আক্তার, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, শ্রমিকলীগ নেতা আ.রহিম, মঞ্জুরুল ইসলাম মিঠু ও এনায়েত খান টুনটু, চিকিৎসক শামসুর রহমান প্রমুখ। এমআর ফাউন্ডেশন, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এ আসরের অর্থায়ন করছেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও মীর রফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে একই মাঠে ৮দলীয় নকআউট এ টুর্নামেন্টের ১ম পর্বের ৪র্থ ও শেষ খেলায় শ্যামনগর শেখ এন্টারপ্রাইজ ও কলারোয়ার চন্দনপুরের বলাকা সংঘ পরষ্পরের মুখোমুখি হবে।



মন্তব্য চালু নেই