‘সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই’

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সদ্য নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। নগরবাসীর ভালবাসার মূল্য দিতে আমি প্রস্তুত।’

তিনি বলেন, ‘মানুষের মনে কষ্ট হয় এমন কোনো কাজ করব না। বরং নগরবাসীর সমস্ত দুঃখ-কষ্ট, অভিযোগ, অনুযোগ মনোযোগ দিয়ে শুনে নগরবাসীর কল্যাণে কাজ করব। যদি কেউ আমার নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি করে তাহলে এক মুহূর্তের জন্যও সহ্য করব না।’

নাগরিক কমিটির নির্বাচনী কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন তিনি।

নির্বাচনের ‘বিজয়’ স্নেহময়ী মা ও নগরবাসীকে উৎসর্গ করে তিনি বলেন, ‘আমার মা হচ্ছেন আমার প্রাণের স্পন্দন। ১৯৭২ সালে যখন আমি নবম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যান। বাবার মৃত্যুর পর মা তিলে তিলে কষ্ট সহ্য করে আমাকে গড়ে তুলেছেন। মানুষের কল্যাণে কাজ করার ব্রত দিয়েছেন। আজ মায়ের স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভালবাসা আমাকে এ স্থানে পৌঁছে দিয়েছে। আমি নগরবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। জনগণ আমাকে একজন সেবক হিসেবেই দেখবেন।’

তিনি বলেন, ‘নির্বাচনে জয়ের মাধ্যমে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এতে আগের চেয়ে অনেক বেশি সংযত ও সহনশীল হয়ে কাজ করে যাব। কারণ জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে সেই আস্থার মূল্য রেখে মন-প্রাণ দিয়ে চসিকের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।’

‘কারো সমালোচনা করতে রাজি নই’ মন্তব্য করে তিনি বলেন, ‘জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে সংশ্লিষ্টদের মতামতের পরিপ্রেক্ষিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় স্থায়ীভাবে সমাধান করব। সামনে বর্ষাকাল বিধায় শিগগিরই পরিকল্পনার মাধ্যমে এ সমস্যাটি সমাধানের চেষ্টা করব। এ ছাড়াও আমার প্রতিশ্রুতিসহ নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে স্ব স্ব ওয়ার্ডের লোকজনের মতামতের ভিত্তিতে সমাধান করব।’



মন্তব্য চালু নেই