সেপ্টেম্বরেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ?

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পরেই কিছু সময় বিরতি। এই সময়টাকেই এবার কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে চাইছে বিসিবি।

শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রাক্বালে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘অক্টোবরেই ইংল্যান্ড সিরিজ এবং নভেম্বরেই বিপিএল। তারপর আবার নিউজিল্যান্ডে যেয়ে সেখানে সিরিজ খেলা। সামনে যে সময়টা আছে খুব বেশি কিন্ত সময় না। সুপার লিগ শেষ হওয়ার পর অল্প সময়ই থাকবে। সেই সময়েই আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলা নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে। কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু হয়নি। ওরাই খেলার আগ্রহ জানিয়েছে। এতে তো ওদের ফ্রি থাকতে হয় আমাদেরও ফ্রি থাকতে হয়ে অনেক কিছুর ব্যাপার আছে। আমরা যোগাযোগ চালিয়ে যাচ্ছি।’

আগস্টেই ভারত যাওয়ার কথা থাকলে সেটি আর হচ্ছেনা। এ বছরের পরিবর্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান বিসিবি প্রধান। ‘ভারতে আগস্টে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়টায় ওরা পারছে না। অরা তখন রঞ্জি ট্রফি ডে নাইট করবে। ওরা আমাদের প্রস্তাব দিয়েছিল জানুয়ারিতে খেলার। তখন নিউজিল্যান্ডে থাকবো আমরা।’



মন্তব্য চালু নেই