সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমন্ডি অবস্থিত সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই হাসপাতালের এমএস সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ফার্মেসিতে ১৪ প্রকারের মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে এমএস মেডিসিন কর্ণারে ২৫ প্রকারের ফুড সাপ্লিমেন্ট বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

ওষুধ প্রশাসন অধিদফতর ড্রাগ সুপার সৈকত কুমার কর মঙ্গলবার রাত পৌনে ৯টায় জানান, বেলা সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চলে।

তিনি জানান, সেন্ট্রাল হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবরেটরির পরিবেশ ছিল অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তাছাড়া দক্ষ টেকনোলজিস্ট ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছিল। এছাড়া সেন্ট্রাল হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পাশ্ববর্তী একটি ওষুধের দোকানে বিক্রয় নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায়।



মন্তব্য চালু নেই