সেন্টমার্টিনে মানবপাচার প্রতিরোধে র্যাতলী ও পথসভা অনুষ্ঠিত

গতকাল মানবপাচার প্রতিরোধে প্রবালদ্বীপ পথসভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা হেল্প কক্সবাজারের এর উদ্যোগে সেন্টমার্টিন ছাত্রসমাজের সার্বিক সহযোগীতায় উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।

হেল্প সেন্টমার্টিনের সমন্বয়ক আয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টমার্টিন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১)আব্দুর রহমান মেম্বার। এতে প্রধান অতিথি ছিলেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জনাব হারুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন হেল্প কক্সবাজার এর টেকনাফ উপজেলার সমন্বয়ক জনাব চৌধুরী আবু। দ্বীপের রাজনীতিবীদ নুরুল আলম আরমান, সৈয়দ আলম, প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, ছাত্রনেতা আয়াত উল্লাহ খোমেণী, রফিক সায়েম।

পথসভায় বক্তারা মানবপাচারের বিরোদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান। ছাত্রনেতা ফেরদৌস, রিয়াজ, রবিসহ দ্বীপের ছাত্র ও জনতা এতে শতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।



মন্তব্য চালু নেই