‘সেনাবাহিনী নামানোর পরিস্থিতি হয়নি’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যা ব, বিজিবি এবং আনসার-ভিডিপি সদস্যরাই যথেষ্ট।’

আগামী কয়েক দিনের মধ্যে অবরোধ-সহিংসতা শেষ হয়ে যাবে বলেও দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘এখন যা চলছে তা আন্দোলন নয়। এটা চোরাগুপ্তা হামলা। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা আন্তরিকতার সঙ্গে পরিবহণ খাতের পাশপাশি মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, ইজতেমার পর আন্দোলনকারীরা আরো একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। তাই তারা যাতে সে রকম পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি সামনের দিনে জনগণই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। পাশাপাশি আমাদের পুলিশ, র্যা ব ও বিজিবি তো রয়েছেই।’

পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘গতকালও (শনিবার) পুলিশের ওপর হামলা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’

রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাসে আগুন দেওয়ার সময় এক পিকেটারকে সাধারণ জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, সামনের দিনে জনগণই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের হাতে তুলে দেবে। পাশাপাশি আমাদের পুলিশ, র্যা ব,বিজিবি, আনসার-ভিডিপি তো আছেই।’



মন্তব্য চালু নেই