সেতু হয়ে যায় হাতপাখা!

২০১২ সালে লন্ডনের গ্র্যান্ড ক্যানালের উপর পায়ে চলা সেতু নির্মাণের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর সেখানে প্রথম স্থান অর্জন করে ব্রিটিশ স্থপতি সংস্থা নাইট আর্কিটেক্টস। প্রতিযোগিতার সেই ‘হাতপাখা সেতু’ নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
লন্ডনের প্যাডিংটনে ৬৫ ফিট চওড়া গ্র্যান্ড ইউনিয়ন নালার দুই প্রান্তকে এক করতে তৈরি হয়েছে অভিনব এ সেতুটি। একাধিক ইস্পাতের বিম দিয়ে তৈরি করা হয়েছে এটি। ফলে পানির উপর দিয়ে নৌকা যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে তা সরিয়ে নেয়া যায়।
এ কাজে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হাইড্রলিক জ্যাক। কাঁচির মতো প্রান্ত বদল করার প্রযুক্তির কারণে সেতুটি ইতোমধ্যে ‘সিজারহ্যান্ডস ব্রিজ’ বলে পরিচিত হয়েছে। যা দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় জমায়।
এ প্রকল্পের প্রধান স্থপতি বার্থোলোমিউ হ্যালাচেক জানিয়েছেন, সেতুটি দেখে যেনো মানুষ বিস্মৃত হয়, সেভাবেই এর নক্সা তৈরি করা হয়েছে।



মন্তব্য চালু নেই