সেঞ্চুরি হাঁকিয়ে যা বললেন তামিম

বিশ্বকাপে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো সেঞ্চুরি করেন তামিম ইকবাল।

বিশ্বকাপের মূলপর্বে উঠার পথে ওমানকে ১৮১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিধ্বংসী এই ইনিংস খেলেন তামিম। বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে রেকর্ড বইয়ে স্থান পেলেন দেশসেরা এই ওপেনার।

শুরুর দিকে বাংলাদেশকে কিছুটা চাপে রাখলেও শেষপর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারেনি ওমানের বোলাররা। দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকিয়ে উচ্ছ্বসিত তামিম বলেন, ‘আমরা আজ শুরুটা ভালো করতে পারিনি। তারা বেশ ভালো বল করছিল। তবে দুটি বাউন্ডারির পর আমি কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। আমরা পাওয়ার প্লেতে ৩৫ থেকে ৪০ রান প্রত্যাশা করেছিলাম। আমাদের পরিকল্পনা ছিল টপঅর্ডারের তিনজন দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাটিং করবো।’

সেঞ্চুরি উদযাপনের বিষয়ে তামিম বলেন, ‘হাথুরুসিংহেকে আমি বলেছিলাম, এই বিশ্বকাপেই আমি তাকে সেঞ্চুরি উপহার দিব। সব মিলেয়ে আজ অসাধারণ হয়েছে।’

৬৩ বল মোকাবেলায় তামিমের ১০৩ রানের দৃষ্টিনন্দন ইনিংসটি ১০ চার ও ৫ ছক্কা দিয়ে সাজানো ছিল।



মন্তব্য চালু নেই