সেকেন্ড হ্যান্ড আইফোন বিক্রি করবে অ্যাপল

সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত আইফোন বিক্রির উদ্যোগ নিয়েছে অ্যাপল। শুরুতে ভারতের বাজারে এসব ফোন বিক্রি করা হবে। এজন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তার অনুমতি চেয়েছে অ্যাপল। তবে কেন্দ্র এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

কোনো কোম্পানি এ দেশে ব্যবহৃত মোবাইল ফোন বিক্রির অনুমতি চেয়েছে কিনা, শুক্রবার রাজ্যসভায় টেলিকম মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। তার লিখিত উত্তরে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘অ্যাপেলের তরফ থেকে এরকম একটি আবেদনপত্র জমা পড়েছে। ভারতে সার্টিফায়েড সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন বিক্রি করতে চেয়ে পরিবেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়েছে অ্যাপেল। তবে সরকার এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’

ভারতের বাজারকে আরও বেশি করে ব্যবহার করতে চাইছে অ্যাপেল। সম্প্রতি আইফোনের বিক্রি বেড়েছে ৭৬%। এ দেশে স্মার্টফোনের চাহিদার কথা মাথায় রেখে আরও বেশি বিনিয়োগ করতে চাইছে এই ক্যালিফোর্নিয়ার কোম্পানি। সবার কাছে আইফোনের গ্রহণযোগ্যতা বাড়াতে ব্যবহৃত আইফোন বিক্রির চেষ্টা চালাচ্ছে তারা।



মন্তব্য চালু নেই