সেই ‘পলিথিন মেসি’কে জার্সি উপহার দিল মেসি

জার্সি কেনার সামর্থ্য তার ছিল না। তাই বলে কি লিওনেল মেসির প্রতি ভালোবাসা দমিয়ে রাখা যায়! পাঁচ বছরের মুরতজা আহমাদিও পারেননি, তাই তো পলিথিন দিয়েই মেসির জার্সি বানিয়ে ফেলেছিলেন।

এই খবর মেসির কানে যেতেও বেশি সময় লাগেনি। আফগানিস্তানের এক গ্রামের এই ক্ষুদে ভক্তের সাথে দেখাও করবেন তিনি। আর এই দেখা করার সব ব্যবস্থার দায়িত্ব নিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন।

ছোট মুরতজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়ার পরই মেসি এই ভক্তের বিষয়ে জানতে পারেন। এরপরেই মেসি মুরতজার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। বার্সেলোনা ফুটবল ক্লাব থেকে মুরতজার জন্য একটি জার্সি পাঠানো হয়ছে। যা পরে ফুটবল খেলা অবস্থায় হাস্যজ্জল ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।



মন্তব্য চালু নেই