সেই ‘নগ্ন নীল’ ছবি মুছে দিল ফেসবুক

পরিবেশ-রক্ষার বার্তায় আয়োজিত ‘সি অফ হাল’ আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘নগ্ন নীল’ ছবি মুছে দিল ফেসবুক। একইসঙ্গে ফেসবুকে পোস্ট করা তিনজনের একজনকে তিন দিনের জন্য নিষিদ্ধ করেছে।

আন্দোলনকারীদের দৃষ্টিতে নগ্নতা ছিল সচেতনতার প্রতীক৷কিন্তু ফেসবুকের চোখে সেটা ছিল অশ্লীলতা, কুরুচিকর৷ যৌনতায় সুড়সুড়ি দেওয়ায় ছবিগুলোকে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

শিল্পী স্পেনসার টিউনিকের ডাকে স্বেচ্ছায় আন্দোলনে অংশ নিয়েছিলেন বিক্ষোভ প্রদর্শনীতে৷ প্রায় তিন হাজার মানুষ জমায়েত হয়েছিল হাল শহরের রাজপথে৷ নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ছিলেন নগ্ন৷ তাদের অনাবৃত শরীরে কেবল ছিল চার ধরনের সমুদ্রের মতো নীল রঙের পরত৷

সিই বিক্ষোভ সমাবেশের ছবি ফেসবুকে পোস্ট করেন কেউ কেউ৷ আর তাতেই রুষ্ট হয় ফেসবুক৷ বিবৃতি দিয়ে জানায়, ‘আমরা নগ্নতা প্রদর্শনের বিরোধী৷ এই কারণে কিছু ছবি সরিয়ে দেওয়া হয়েছে৷ যে সব কনটেন্স যৌন, হিংসা ছড়ায় বা তাতে প্ররোচনা দেয়, সেই সব ছবিও মুছে দেই আমরা৷’



মন্তব্য চালু নেই