সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

সাতক্ষীরায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। মেধা বিকাশের লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় তিনটি গ্র“পে ৪টি বিষয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠিানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আতিয়ার রহমান, সরকারি মহিলা কলেজের প্রভাষক অলিউর রহমান, সাতক্ষীরা ডে নাইট কলেজের প্রভাষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক কৃষ্ণপদ সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হাসানুজ্জামান।



মন্তব্য চালু নেই