সূর্যকে প্রদক্ষিণরত নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

সৌরমণ্ডলের শেষে নেপচুন ছাড়িয়ে আর কী কী রয়েছে? এই নিয়ে নিরন্তর গবেষণা চলছে। সেই গবেষণাতেই জানা গেল এই নতুন গ্রহের কথা…

ঠিক কতদূর বিস্তৃত আমাদের সৌরমণ্ডল? সূর্যের অভিকর্ষের প্রভাব নেপচুন ছাড়িয়ে আর কতদূর পর্যন্ত বিস্তৃত? এই সব নিয়ে নিরন্তর গবেষণা চলেছে আর সেই গবেষণাতেই ধরা পড়েছে নতুন তথ্য।

গত বছরই মহাকাশবিজ্ঞানীরা আবিষ্কার করেন নেপচুন ও প্লুটো ছাড়িয়ে রয়েছে আরও একটি কক্ষপথ এবং সেই কক্ষপথ বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে একটি মহাজাগতিক বস্তু। এই মহাজাগতিক বস্তুর নামকরণ করা হয় আরআর২৪৫।

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন যে এটি একটি বামনগ্রহ এবং সূর্যকে একটিবার প্রদক্ষিণ করতে এর ৭০০ বছর সময় লাগে। মাত্র ৪৩৫ মাইল ব্যাসের এই গ্রহটির কক্ষপথে সূর্য থেকে সর্বোচ্চ দূরত্ব দাঁড়ায় ৭.৪ বিলিয়ন মাইল যেখানে পৃথিবীর কক্ষপথে সূর্য থেকে সর্বোচ্চ দূরত্ব ৯৪.৫ মিলিয়ন মাইল।

এখনও পর্যন্ত এই বামনগ্রহের কোনও নামকরণ করা হয়নি। আমাদের সৌরমণ্ডলে এই নিয়ে ষষ্ঠ বামনগ্রহের খোঁজ পাওয়া গেল। অন্যান্যগুলি হল— প্লুটো, এরিস, মেকমেক এবং হমিয়া।



মন্তব্য চালু নেই