সূবর্ণচরে সুষ্ঠ নির্বাচন দাবীতে বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলন

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী: ২২ মার্চ প্রথম দফার নির্বাচনে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হল রুমে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিততে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সূবর্ণচর উপজেলায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ১নং চরজব্বর ইউনিয়নে মো. আবদুল্লাহ, ২নং চরবাটা ইউনিয়নে নুর মাওলা, ৩নং চরক্লার্ক ইউনিয়নে বশির আহমেদ, ৪নং চর ওয়াপদা ইউনিয়নে জামাল উদ্দিন, ৫নং চরজুবলী ইউনিয়নে নিজাম উদ্দিন ফারুক, ৬নং চর আমানউল্যা ইউনিয়নে আবুল কাশেম, ৭ং পূর্ব চরবাটা ইউনিয়নে জামাল উদ্দিন গাজী ও ৮নং মোদাম্মদপুর ইউনিয়নে খায়রুল আলম সেলিম এসব দাবী জানান। বিএনপির প্রার্থীরা একটি লিখিত বক্তব্যে জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নানা প্রতিকূলতা মধ্যেও প্রার্থীগণ প্রচার-প্রচারণার শুরু থেকেই তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে গত ২-৩ দিন ধরে আওয়ামীলীগের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা বিএনপির প্রার্থীদের প্রচার-প্রচারণায় নানাভাবে বাধা প্রদান করে আসছে। পাশাপাশি পুলিশ প্রশাসনও বিএনপি সমর্থক ভোটারদের অহেতুক গ্রেফতার নানাভাবে হয়রানি করছে। এতে করে সূবর্ণচরের ৮টি ইউনিয়নের বিএনপির সমর্থক ও সাধারণ ভোটাররা আতংকে আছেন। এ পরিস্থিতিতে বিএনিপর চেয়ারম্যান প্রার্থীরা একটি সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জোরালো দাবি জানিয়েছেন নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে।



মন্তব্য চালু নেই