সুবর্ণচরে ইউনিয়ন উপ-নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি

শেষ মূহুর্তে প্রচারণা প্রার্থীরা ক্লান্তহীন ভাবে গণসংযোগ করে বেড়া”্ছনে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন। পোষ্টারে আর পোষ্টারে চেয়ে গেছে ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তর। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭৪৩০। তম্মধ্যে পুরুষ ভোটার ৮৮৮৬ এবং মহিলা ভোটার ৮৫৪৪ জন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্রগামী প্রার্থীদের নানা তথ্য। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সুবর্ণচরে ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লষকদের মতে, এলাকাভিত্তিক নির্বাচন হবে এবার। যে এলাকায় যার যত প্রভাব বেশী, তিনিই হবেন ২নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নিজ নিজ এলাকা যিনি ঠিক রাখতে পারবেন বিজয়ের মালা তিনি পরবেন। সব প্রার্থী আওয়ামীলীগের বিধায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন। প্রয়াত চেয়ারম্যান হাজী মোশারেফ হোসেন এর ছেলে মোজাম্মেল হোসেন তাল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবার ইমেজকে কাজে লাগিয়ে একটা ভাল অবস্থানে আছেন বলে জানান সাধারণ ভোটাররা । এ দিকে মোজাম্মেল হোসেন আওয়ার ডেস্ককে জানান, বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।

এ দিকে অটোরিক্সা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। তিনি গত নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এর পরও তিনি হাল ছাড়েননি। সাধারণ ভোটাদের সুখে দু:খে ছিলেন বলে একটা অবস্থানে আছে বলে অভিজ্ঞ মহল জানান। টেবিল ফ্যান মার্কা প্রতীক নিয়ে মাঠে আছে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম(রাজীব)। দীর্ঘ রাজনৈতিক জীবনে উপজেলা বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের সেবামূলক কাজ ও উন্নয়ন কর্মকান্ড সুনামের সহিত করে আসছেন। তিনি দলীয় সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন উন্নয়ন কর্মকান্ড প্রসারিত,সবার সহাবস্থান নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সর্বোপরি সব শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনে দেয়া ওয়াদা গুলো পূরণের যথ্সাধ্য চেষ্টা করবো সে কারণে তার অবস্থান ভাল বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। পালকী মার্কা প্রতীক নিয়ে মাঠে আছেন দিদারুল আলম, রজনীগদ্ধা প্রতীক নিয়ে মাঠে আছেন দেলোয়ার হোসেন, ফ্রীজ মার্কা প্রতীক নিয়ে মাঠে আছেন গোলাম মাওলা, ঢোল মার্কা প্রতীক নিয়ে মাঠে আছেন গিয়াস উদ্দিন,শাহিবি টুপি প্রতীক নিয়ে মাঠে আছেন ফজলুল হক, দুই পাতা প্রতীক নিয়ে মাঠে আছেন মিজানুর রহমান ।



মন্তব্য চালু নেই