সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২৩ ও ২৪ মার্চ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৬-১৭ ইং বর্ষের দুই দিনব্যাপি নির্বাচন আগামী ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্ট বার এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস আজ বলেন, সুপ্রিমকোর্ট বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভায় নির্বাচন সংক্রান্ত এ সিদ্ধান্ত রোববার (২৮ ফেব্রুয়ারি) গ্রহণ করা হয়েছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট হারুনুর রশীদ। নির্বাচনে মোট ভোটার ৫ হাজার ২৮ জন আইনজীবী। ২৩ ও ২৪ মার্চ সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সুপ্রিমকোর্ট বার এর কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে।



মন্তব্য চালু নেই