সুপার ওভারে পাঞ্জাবের রূদ্ধশ্বাস জয়

চরম নাটকীয়তায় ভরপূর ম্যাচটি ষেশ পর্যন্ত সুপার ওভারে জিতে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। এবারের আইপিএল প্রথমবারের মতো দেখলো সুপার ওভারের রোমাঞ্চ। আর ভাগ্যের ফেরে পড়ে টানা ৫ ম্যাচ জয়ের পর প্রথমবারেরমত হারলো রাজস্থান রয়্যালস।

এদিন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে রাজস্থান রয়্যালসের ছুঁড়ে দেওয়া ১৯১ রানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে পাঞ্জাব সমসংখ্যক উইকেট হারিয়ে ২০ ওভারে তোলে সমান ১৯১ রান। টাই হয়ে গেলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

যেখানে আগে ব্যাট করে পাঞ্জাব এক ওভারে ২ উইকেট (অলআউট) হারিয়ে তোলে ১৫ রান। ওই রান তাড়া করতে গিয়ে তিন বলে ৬ রান তুলতেই ২ উইকেট হারায় রাজস্থান। সুপার ওভারে ২ উইকেট হারালেই অলআউট ধরা হয়। সুতরাং ‘ক্রিকেটের টাইব্রেকার’ সুপার ওভারে ম্যাচটি জিতে গেল পাঞ্জাব।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে প্রীতি জিনতার দলের অবস্থান দাঁড়াল পাঁচ নম্বরে। পক্ষান্তরে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথমবার পরাজয়ের স্বাদ পাওয়া রাজস্থানের ৬ ম্যাচে ১০ পয়েন্ট এবং যথারীতি তাদের অবস্থান সবার উপরে।

এদিন জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খারাপ শুরু হয় পাঞ্জাবের। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই রান আউটে কাটা পড়েন নিয়মিত অধিনায়ক জর্জ বেইলির জায়গায় পাঞ্জাবকে নেতৃত্ব দেওয়া বিরেন্দ্র শেবাগ (১)। কিছুক্ষণ পর তাকে অনুসরণ করেন আরেক ওপেনার মুরালি বিজয়ও (২১)। তিনিও রানআউট হয়ে যান। ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল (১)।

মূলতঃ এখান থেকে দলকে শুধু শন মার্শ-ডেভিড মিলার টেনেই তুললেন না, ম্যাচটি টাই করতেও বড় ভূমিকা রাখলেন। ৪০ বলে পাঁচ চার, তিন ছক্কায় মার্শ ৬৫, মিলার ৫৪ রান করেন পাঁচ ছক্কা আর এক চারে। শেষের দিকে ঋদ্ধিমান সাহা ৮ বলে ১৯, মিচেল জনসন ৭ বলে ১৩ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান তোলে পাঞ্জাব।

এরআগে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে দারুন সূচনা এনে দেন দু’ওপেনার আজিঙ্কা রাহানে-শেন ওয়াটসন। ৯৫ রান তোলার পর ওয়াটসনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ততক্ষণে ৩৫ বলে পাঁচ চার, দুই ছক্কায় নিজের নামের পাশে ৪৫ রান যোগ করেছেন অসি এই ব্যাটসম্যান।

দুরন্ত ফর্মে থাকা রাহানে এদিনও পেয়েছেন ফিফটির দেখা। ৫৪ বলে ছয় চার, দুই ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ৭৪ রানের ইনিংস। মিডল অর্ডারে করুন নায়ার ১৩ বলে ২৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে রাজস্থান স্কোরবোর্ডে তোলে ১৯১ রান। ৩০ রানে ২টি উইকেট তুলেছেন প্যাটেল।



মন্তব্য চালু নেই