সুন্দরবনে বাঘ না থাকলে কে আমাদের টাইগার বলবে?

শিশু অধিকার নিয়ে জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে সোচ্চার হতে দেখা গেছে অনেকবার। এবার তিনি নিয়েছেন বাঘ রক্ষার উদ্যোগ।ফেসবুকে আইস্ট্যান্ডফরটাইগারস (#iStandForTigers) হ্যাশট্যাগ ব্যবহার করে বাঘ রক্ষার আহ্বান জানিয়েছেন মুশফিক।

ফেসবুকে অফিশিয়াল পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক বলেন, ‘আপনারা আমাদের টাইগার বলেন; নিজেকে বাঘ ভাবতে পেরে বুক ভরে যায় গর্বে। সুন্দরবনে বাঘ না থাকলে কে আমাদের টাইগার বলবে, কেন বলবে? তাই গর্বের বাঘ রক্ষা আন্দোলনে আমি থাকছি… আপনি?’

মুশফিক আরো বলেন, ‘I am Mushfiqur Rahim, and #iStandForTigers.’

‘আপনার গর্ব বাঘের পক্ষে দাঁড়াতে WildTeam-এর পেজে লাইক দিয়ে বাঘ রক্ষা আন্দোলনের সাথে থাকুন : https://www.facebook.com/wildteam.org/’, যোগ করেন মুশফিক।গত বছর সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়েছিলেন মুশফিক। সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যারও প্রতিবাদ করেন তিনি।



মন্তব্য চালু নেই