সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশন এলাকায় আগুন লেগেছে। রোববার রাতে চাঁদপাইয়ের নাংলি ফরেস্ট ক্যাম্পের কাছে এ আগুনের সূত্রপাত হয়।

আজ সোমবার সকালের দিকে এ আগুন আরও চারপাশে ছড়িয়ে পড়ে। বাগেরহাটের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ তথ্য নিশ্চিত করেছেন ধানসাগর স্টেশনের বন সংরক্ষক সুলতান মাহমুদ।

তিনি জানান, বন বিভাগের কর্মীরা রাতে বনের মধ্যে আগুন জ্বলতে দেখে। আশপাশের খাল থেকে পানি নিয়ে তা নেভানোর চেষ্টাও করে। কিন্তু সফল না হওয়ায় সোমবার সকালে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে কত একর জায়গা জুড়ে আগুন জ্বলছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি বনবিভাগের এই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।



মন্তব্য চালু নেই