সুন্দরবনের ক্ষতিতে গুরুত্ব দিচ্ছে না সরকার

সার্বিক ক্ষতির বিষয়টি বিবেচনায় না নিয়ে সরকার সুন্দরবন ধ্বংস করে, রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞান গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন কতো তাড়াতাড়ি ধ্বংস করা যায় সেজন্য সরকার ব্যস্ত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী না তবে মন্ত্রী হতে অস্থির এমন লোক সবার বক্তব্য যদি আমরা একসঙ্গে করি তাহলে আমরা দেখবো যে, গোটা বিষয়টির মধ্যে একদিকে তারা বলছেন, সুন্দরবনের ক্ষতি হবে না। আরেকদিকে তারা বলছেন, আমরা আরেকটা সুন্দরবন বানাবো। আবার বলছে যে, আমরা পাঁচ লাখ গাছ লাগাবো। অর্থাৎ সুন্দরবন থাকবে না, পাঁচ লাখ গাছ লাগাবো। তাদের কথাবার্তা থেকেই বোঝা যায় যে, সুন্দরবনের যে গুরুত্ব সেটাই তাদের কাছে নাই।



মন্তব্য চালু নেই