সুন্দরগঞ্জে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলহাজ্ব সেলিমা মাধ্যমিক ও কারিগরি মহাবিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধন করা হয়েছে।

শনিবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র শুভ উদ্বোধনের সঙ্গে সংগতি রেখে এ প্রতিষ্ঠানে উক্ত ল্যাব’র উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)- রেজিয়া বেগম।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার- বেলাল হোসেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা- এম এ মালেক, অধ্যক্ষ- সাইফুল ইসলাম, অধ্যক্ষ-মোজাম্মেল হক, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, পিটিআই সদস্য আনোয়ারুল ইসলাম, অন্যান্য শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যগণ, সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

উল্লেখ্য, তথ্য ও গবেষণা প্রযুক্তি অধিদপ্তরাধীন ল্যাব ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণে অংশ হিসেবে এ ডিজিটাল ল্যাব’র উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই