সুন্দরগঞ্জে দপ্তরী কাম প্রহরী নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ: মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে দপ্তরী কাম প্রহরী নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সম্মিলিত এলাকাবাসী।
শনিবার বিকালে উপজেলার পশ্চিম ছাপড়হাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব কর্মসূচী পালিত হয়।

গত ১৫ই মার্চ উক্ত বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান শিক্ষক অকিলাশ চন্দ্র বর্মন। মর্মে ৮ আবেদনকারীর মধ্যে বিদ্যালয় ক্যাচমেন্ট এরিয়ার, জমিদাতার উত্তরসুরী ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ না করে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে অন্য প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন প্রধান শিক্ষক ও সভাপতি।

এরপূর্বে জালাল উদ্দিন নামক প্রার্থীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে তা ফেরৎ দিয়ে এরচেয়ে বেশি পরিমাণের টাকা হাতানোর বিনিময়ে সভাপতি ও প্রধান শিক্ষক এ নিয়োগ দিয়েছেন বলে বক্তাগণ কর্মসুচীসমুহে এসব কথা উলে¬খ করেন। তারা অবিলম্বে প্রধান শিক্ষ ও সভাপতির শাস্তিসহ ঐ নিয়োগ বাতিল পূর্বক মুক্তিযোদ্ধা কোটা, জমি দাতার সন্তান আমিনুলকে নিয়োগের দাবী জানান।



মন্তব্য চালু নেই