সুইজারল্যান্ডের জালে ফ্রান্সের পাঁচ গোল

সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করলো ফ্রান্স। প্রথমার্ধেই তিন গোল দেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অার দুই গোল হজম করে সুইজারল্যান্ড। তবে ম্যাচের শেষ দিকে দুই গোল করে পরাজয়ের ব্যবধান কামিয়ে আনে সুইসরা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় ম্যাচটি শুরু হয়। সালভেদরের অ্যারেনা ফন্তে নোভা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ছয় মিনিটে বেনজিমার শট সুইজারল্যান্ডের গোলবারের পাশ ঘেঁসে যায়। তবে লিড পেতে সময় নেয়নি ফ্রান্স। ১৭ মিনিটে কর্নার থেকে করা গোল করে দলকে এগিয়ে নেন অলিভার গিরোদ। এক মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন ম্যাতুউদি। ডান প্রান্ত থেকে বেনজামার নিখুঁত পাস থেকে ম্যাতুউদি গোল করেন। এরপর ৩২ মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ তারকা বেনজামা। বেনজামার নেওয়া শট ঠেকিয়ে দেন দিয়েগো বেনাগিলো। ৪০ মিনিটে সুইসদের জালে তৃতীয় বল পাঠান ম্যাথু ভ্যালবুয়েনো। দ্বিতীয়ার্ধে ফিরে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। ৬৭ মিনিটে সুইস জালে প্রথমবারের মতো বল পাঠান করিম বেনজামা। এরপর ৭৩ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন সিসোকো। ম্যাচের শেষ দশ মিনিটে দুই গোল আদায় করে নেয় সুইজারল্যান্ড। ৮১ মিনিটে ব্লিরিম জ্যামাইলি ও ৮৭ মিনিটে যাকা গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়ে এনে দলের মান বাঁচান। উল্লেখ্য, দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ নেয়। হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ফ্রান্স। আর সুইজারল্যান্ড ২-১ গোলে জয় তুলে নেয় ইকুয়েডরের বিপক্ষে।



মন্তব্য চালু নেই