সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার শুরু শিগগিরই

ফেলানী হত্যাকাণ্ডের মত সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিজিবি বা বিএসএফ যেই হত্যা করুক না কেন তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’ বিজিবি প্রধান আরো বলেন, ‘বর্ডার লাইন কীভাবে সুরক্ষা করা যায় তার জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন করছি এবং বিজিবির সদস্যরা কেমন আছেন তার খোঁজ-খবর নিচ্ছি। এই পরিদর্শনকালে বিএসএফের সদস্যদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সীমান্তে যেসব-অসুবিধা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’

এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী, ভারতের অলেন্দারী ৪১ বিএসএফের ডিআইজি অমর কুমারিকা, কমান্ডেন্ট একে মজুমদার।

এর আগে বিজিবি মহাপরিচালক বিএসএফের ২০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পতাকা বৈঠক করেন এবং সীমান্তের বিভিন্ন সমস্যার সমাধানের জন্যে আলোচনা করেন।



মন্তব্য চালু নেই