কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

সীমান্তে বিএসএফ-বিজিবি’র পতাকা বৈঠক : কলারোয়ায় আটককৃত বাংলাদেশী গৃহবধূ হস্তান্তর

মঙ্গলবার বিকালে কলারোয়ায় সীমান্তে বিএসএফ ও বিজিবি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাকডাঙ্গা বিজিবি’র সুবেদার শেখ ফয়েজউদ্দিন জানান, সোমবার বিকালে বাংলাদেশী গৃহবধূ ভারত থেকে বাংলাদেশে আসার পথে হাকিমপুর বিএসএফ’র টহলরত সদস্যদের হাতে আটক হয়।

পরে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ভাদিয়ালী মেইন পোস্টের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে হস্তান্তর করে। আটককৃত ব্যক্তি হলো- খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিবাটির রংপুর গ্রামের শ্রী বলাই মন্ডলের স্ত্রী শ্রী বর্ণালী মন্ডল( ৩০)। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-০২/১৫ দায়ের হয়েছে।

 

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবীকে বিনাশ্রম কারাদন্ড
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক গাজা সেবনকারীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঝিকরা গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ওই গ্রামের মৃত রুহুল কুদ্দুসের পুত্র সুরাজ মোড়ল (৩৪)কে ৪ গ্রাম গাজাসহ আটক করে।

পরে তাকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার গাজাসেবনের অভিযোগে সুরাজ মন্ডলকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া থানার এএসআই নজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্জ সহকারী এমএ মান্নান ওসাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই