সীমানা পেরিয়ে লন্ডনে ইন্ডিয়ান ফ্যাশন উইক

ডিজাইনার, মডেল, উদ্যোক্তা এবং ফ্যাশন জগত সংস্লিষ্ট সকলের জন্যই গুরুত্বপূর্ণ ফ্যাশন উইক। কোন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্যও অবদান রাখে ফ্যাশন উইক। কিন্তু দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে ফ্যাশন উইক- এটা সত্যিই ভিন্ন প্রাপ্তি।

এই প্রথম লন্ডনে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান ফ্যাশন উইক ২০১৫। এক্সেল লন্ডনে আয়োজিত এই বিশেষ সপ্তাহে ভারতীয় পোশাক ডিজাইনাররা এক সপ্তাহ ধরে প্রদর্শনী করলেন তাদের তৈরি পোশাকের। মঞ্চে ছিল ভারতীয় স্টাইলের পোশাকের ডিজাইনারদের চোখ ধাঁধাঁনো নানা ডিজাইনের পোশাক আর তারকাদের সম্ভার।

ভিআইপি শোকেসে রানওয়ে কাঁপিয়ে গত ৯ অক্টোবর পর্দা ওঠে ইন্ডিয়ান ফ্যাশন উইকের। পবন অ্যান্ড প্রনব, নীলা লুল্লা ও পায়েল সিংঘালের ডিজাইনে রানওয়েতে ঝলসে উঠেছে জো শাহ, ফেরেল খান, মোজেজ বেগ, করণ টেকারের মত মডেলরা।

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে লন্ডনের ইন্ডিয়ান ফ্যাশন উইকের মূখপাত্র হয়ে প্রচারণায় দ্বায়িত্ব পালন করেছেন বলিউডি অভিনেত্রী নেহা ধুপিয়া। এমনকি সপ্তাহ শেষের শো-স্টপার ছিলেন তিনিই। পায়েল সিংঘালের ডিজাইনে কালো আর সোনালী কাজের পােশাকটি ঐতিহ্যের পাশাপাশি রঙ ছড়িয়েছে আধুনিকতায়।



মন্তব্য চালু নেই