সিলেটে আ.লীগ-জামায়াত সংঘর্ষ, আহত ১০

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল করার সময় সিলেটে আওয়ামী লীগ ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ ১০ জন আহত হন। এ সময় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজামীর ফাঁসির রায়ের পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। একই সময় বন্দর বাজার এলাকা থেকে রায়কে প্রত্যাখ্যান করে মিছিল বের করে জামায়াত। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পথচারীসহ ১০ জন আহত হন। এ সময় ১০/১২টি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। বর্তমানে সিলেটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই