সিলেটকে লজ্জায় ডুবিয়ে শেষ চারে রংপুর

বিপিএলে সোমবারের দ্বিতীয় ম্যাচে মুশফিক-আফ্রিদির সিলেট সুপার স্টার্সকে লজ্জায় ডুবালো সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। মুশফিকদের ৮ উইকেটে হারিয়ে বিপিএলে শেষ চারে খেলা নিশ্চিত করলো সাকিবরা। নয় ম্যাচ খেলে সাকিবদের এটি ষষ্ঠ জয়।

এদিন মুশফিকদের দেয়া ৬০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। দলের পক্ষে লেন্ডল সিমন্স ৫, সৌম্য সরকার ১১, সাকিব আল হাসান ২৯* ও জহুরুল ইসলাম ৯* রান করেন। সিলেটের পক্ষে মোহাম্মদ শহীদ ২টি উইকেট নেন।

ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ শহীদের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন লেন্ডল সিমন্স (৪)। ষষ্ঠ ওভারে দিলশান মুনাবিরার হাতে ক্যাচ বানিয়ে সৌম্যকেও ফেরান শহীদ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাত্র একজন দুই অঙ্কের ঘরে রান করেন। পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর ১৭ বল মোকাবেলা করে ২০ রান করেন। রংপুর রাইডার্সের পক্ষে সাকিব আল হাসান ২টি, আরাফাত সানি ৪টি, মোহাম্মদ নবী ৩টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।

গতকাল বরিশাল বুলসকে ৫৮ রানে অলআউট করেছিলো এই সিলেট সুপার স্টার্স। সেটি ছিলো বিপিএলের সর্বনিম্ন স্কোর। আজ তারা নিজেরাই লজ্জায় ডুবলো।

সোমবার দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে সাত উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচ খেলে তাদের জয় ছয়টিতে।



মন্তব্য চালু নেই