সিরীয় বাহিনীর ওপর বিমান হামলা, নিহত ৪

সিরিয়ার দিয়ার আল-জর প্রদেশে এক বিমান হামলায় দেশটির চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ সেনাসদস্য। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোরের কোনো এক সময় এই হামলা চালানো হয়।

দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি পর্যবেক্ষক সংগঠন জানিয়েছে, দিয়ার আল-জর প্রদেশের আয়াশ শহরের কাছাকাছি সিকা সেনাক্যাম্পে এই বিমান হামলা হয়।

সিরীয় সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে হামলার ব্যাপারে নিশ্চিত করে বলেছে, এ হামলায় অনেক হতাহতের পাশাপাশি সেনাযানও ধ্বংস হয়েছে।

আইএসের ওপর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলা চলছে। গত সেপ্টেম্বরে রাশিয়া আইএসের ওপর দেশটিতে বিমান হামলা শুরু করে। গত ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্স ও যুক্তরাজ্যও সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে।

তবে ঠিক কোন দেশের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকা মূলত আইএসের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র : আলজাজিরা



মন্তব্য চালু নেই