সিরিয় সরকারের বিমান হামলায় নিহত ১১০

সিরিয়ার সরকারি বাহিনী রোববার রাজধানী দামেস্ক সংলগ্ন বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমা শহরে বিমান হামলা চালালে শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস রোববার জানিয়েছে, দুমার এক জনাকীর্ণ বাজার লক্ষ্য করে হামলা চালিয়েছিল বিমান বাহিনী। ওই হামলায় কমপক্ষে ১১০ জন নিহত এবং আরো প্রায় তিন শ মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে হামলায় নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করেছে সংস্থাটি। সংস্থার পরিচালক রামি আবদেলরাহিম জানিয়েছেন, হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক। হামলায় বেশ কিছু ভবন এবং যানবাহনও ধ্বংস হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে ওই বাজারে এটি আসাদ বাহিনীর দ্বিতীয় হামলা। এর আগে গত বুধবারের বিমান হামলায় নিহত হয়েছিল কমপক্ষে ২৭ জন।



মন্তব্য চালু নেই