সিরিয়ায় হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বুধবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানিয়েছিলেন, মার্কিন অনুরোধের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার রাজকীয় বিমানবাহিনী ইরাক থেকে সিরিয়ায় তাদের অভিযান সম্প্রসারিত করবে। এ ছাড়া তার দেশ আরো ১২ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে।

ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক সামরিক জোটের সদস্য অস্ট্রেলিয়া। এক বছর ধরে ইরাকে আইএসের অবস্থানে বোমা হামলা চালিয়ে আসছে দেশটির বিমানবাহিনী।

যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সিরিয়ায় তিনটি বিমান হামলা চালিয়েছে অস্ট্রেলিয়া। এতে আইএসের সামরিক যান ও অপরিশোধিত তেল সংগ্রহের স্থান ধ্বংস করা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রিউস বলেছেন, ‘আমরা খুবই কঠোর নিয়মের মধ্যে কাজ করি। এসব নিয়মের মাধ্যমে এটাই নিশ্চিত করা হয় যে, আমরা কোনো বেসামরিক নাগরিক হতাহত করতে চাই না।’



মন্তব্য চালু নেই