সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া

সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে রাশিয়া। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ ধরনের উদ্যোগ ‘সংঘর্ষকে আরও তীব্র করবে’ বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

অজ্ঞাতনামা মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ করছে রাশিয়া। সেখানে এক হাজার সেনার আবাসনের জন্য সামগ্রীও পাঠিয়েছে দেশটি।এছাড়া সিরিয়ায় যাতে সামরিক পণ্যবাহী বিমান নির্বিঘ্নে যেতে পারে, সে জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধও জানিয়েছে রাশিয়া। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইতোমধ্যে সিরিয়ায় একটি অগ্রগামী সেনাদলও পাঠিয়েছে রাশিয়া।

সিরিয়ায় প্রায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইলেও রাশিয়া এর বিরোধিতা করে আসছে। নতুন এ সামরিক সহযোগিতা গৃহযুদ্ধকে আরও প্রলম্বিত করবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এ প্রতিবেদন যদি সত্য হয়, তাহলে এ ধরনের কর্মকাণ্ড সংঘর্ষের মাত্রাকে বাড়িয়ে তুলবে, যার ফলে আরো নিরপরাধ লোকের প্রাণহানি ঘটবে, শরণার্থীদের আরো ঢল নামবে এবং সিরিয়ায় আইএসবিরোধী অভিযান ঝুঁকিতে পড়বে।’



মন্তব্য চালু নেই